ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় অজ্ঞাতনামা লাশ উদ্ধার

সম্প্রতি পাবনা-ঈশ্বরদী মহাসড়কে সদর উপজেলার টেবুনিয়া বাজারের অদূরে মজিদপুর নামক স্থান থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রওশন আলী লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মজিদপুর সিএনজি পাম্পের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, মানসিক ভারসাম্যহীন একব্যক্তি গত কয়েকদিন ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করছিলো। ধারণা করা হচ্ছে, লাশটি ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির হতে পারে।

আনন্দবাজার/এইচ এস কে/ এস আর

সংবাদটি শেয়ার করুন