শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদপুরে গণমাধ্যমকর্মীদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

সম্প্রতি চাঁদপুরে অর্ধশত সংবাদকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত আর্থিক অনুদান পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে সংবাদকর্মীদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ সফিকুর রহমান এমপি।

এ সময় তিনি জানান, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শুধু দেশের উন্নয়নই করছেন না, দুর্যোগকালীন পরিস্থিতিতে সকল মানুষের জন্যেও কাজ করছেন। তারই ফলশ্রুতিতে গণমাধ্যমের কর্মীরা এমন মানবিক সহযোগিতা পেয়েছেন। এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপ পরিচালক মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এএইচএম আহসান উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।

করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমকর্মীদের পাশে দাঁড়ানোর যে প্রতিশ্রুতি প্রদান করেছিলেন, তারই অংশ হিসেবে সারাদেশের মতো চাঁদপুরের ৪৭ জন গণমাধ্যমকর্মী এই আর্থিক অনুদান লাভ করেন।

উল্লেখ্য, এর আগেও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি চাঁদপুরে এসে আরও কয়েকজন গণমাধ্যমকর্মীর হাতে একই তহবিলের আর্থিক অনুদান তুলে দেন।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  সারাবিশ্বে দুর্ভিক্ষের পদধ্বনি

সংবাদটি শেয়ার করুন