ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুতুবদিয়ার অদূরে সাগরে ভাসতে থাকা ২০ জেলে উদ্ধার

দীর্ঘ ৪ দিন ধরে কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে ১২ নটিক্যাল মাইল দুরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা একটি মাছ ধরার ট্রলার থেকে ২০ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

গতকাল বুধবার (২৬ আগষ্ট) বিকেলে কোস্টগার্ড পূর্ব জোনের একটি জাহাজ সাগরে টহলরত অবস্থায় এফবি বায়হান নামক মাছ ট্রলারসহ তাদের উদ্ধার করে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, ওই জেলেরা গত ২৩ আগষ্ট কক্সবাজার থেকে সাগরে মাছ ধরতে য়ায়। কিন্তু নৌকার রাডার বিকল হয়ে যাওয়ায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চার দিন ধরে সাগরে ভাসতে থাকে। বুধবার বিকেলে কোস্টগার্ডের টহল জাহাজ সেই জেলেদের উদ্ধার করে।

কোস্টগার্ড কুতুবদিয়া ষ্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এখলাসুর রহমান জানান, ট্রলারসহ উদ্ধারকৃত জেলেদের কুতুবদিয়া ষ্টেশনে নিয়ে আসা হয়। পরে ট্রলারটি মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/শাহজীদ

সংবাদটি শেয়ার করুন