ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজার থেকে বুধবার (২৬ আগস্ট) রাতে ১৮৯ বোতল ফেন্সিডিল সহ ওমর ফারুক (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ওমর ফারুক বালিয়াডাঙ্গী উপজেলার বালিয়াবস্তি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
থানা সুত্রে জানা গেছে, ওমর ফারুক একটি নীল রঙের প্লাস্টিকের বড় জার্কিনের তলা কেটে ধানের তুষ ভরে তার মধ্যে ঐ ফেন্সিডিলের বোতল ঢুকিয়ে অভিনব কায়দায় ঢাকায় পাঠাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাণীশংকৈল থানার ওসি তদন্ত আব্দুল লতিফ শেখের নেতৃত্বে পুলিশদল নেকমরদ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালি প্রসাদ রায়ের স্যালোমেশিন পার্সের দোকানের সামনে থেকে ঐ ফেন্সিডিলসহ ওমর ফারুককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফারুকের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়। থানার ওসি (তদন্ত) আব্দুল লতিফ শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আনন্দবাজার/ডব্লিউ এস/এইচ কে