ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

২১ নয়, ২০২২ সালে শেষ হবে পদ্মা সেতুর কাজ : অর্থমন্ত্রী

পদ্মা সেতুর নির্মাণকাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সেটা সম্ভব হচ্ছে না। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রকল্পটি বাস্তবায়ন হতে ২০২২ সাল পর্যন্ত সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গতকাল বুধবার ( ২৬ আগস্ট) বিকেলে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠকে বর্ধিত করা হয় পদ্মা সেতু প্রকল্পের মূল সেতু ও নদী শাসন কাজের মেয়াদ। এ বাবদ ব্যয় হবে ৩৪৮ কোটি ১ লাখ টাকা। মূল সেতুর নির্মাণ কাজ শেষ হয়েছে ৮৯ ভাগ, নদী শাসন সম্পন্ন হয়েছে ৬৫ ভাগ। আর সার্বিকভাবে সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে ৭৪ ভাগ।

আনন্দবাজার/ডব্লিউ এস 

সংবাদটি শেয়ার করুন