ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীর চার প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সম্প্রতি রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান-আল-মারুফের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এদিকে, নগরীর সিএন্ডবি মোড় ও সাহেব বাজার এলাকায় বিভিন্ন খাবার দোকানে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও পণ্যের মোড়কে খুচরা মূল্য সংযুক্ত না করার অপরাধে নগরীর রাজিব স্টোরকে চার হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, সিটি জেনারেল স্টোরকে তিন হাজার, আল ফুরকান আতর হাউকে দুই হাজার ও নবান্ন স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, ভ্রাম্যমান আদালতের অভিযানের বাইরে নগরীর ভুবনমোহন পার্কে টিসিবি পণ্য সঠিকভাবে বিক্রি হচ্ছে কিনা তা পরিদর্শন করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করতে বাজারে মাইকিং ও লিফলেট বিতরণ করে সচেতন করা হয়।

আনন্দবাজার/শাহী/মিনার

সংবাদটি শেয়ার করুন