কুড়িগ্রামের দুধকুমার নদীর ভাঙ্গনে বিলীনের পথে কুড়িগ্রাম সদর ঘোগাদহ ইউনিয়নের খামার রসুলপুর গ্রাম। ইতোমধ্যে ভাঙ্গনের শিকার হয়েছে ঐ গ্রামের কয়েকশত হেক্টর আবাদি জমি ও শতাধিক বসতবাড়ি। ভাঙ্গনের তীব্রতায় এবং রাস্তা তলিয়ে যাওয়ার কারণে বর্তমানে হুমকির মুখে পরেছে ১৫ থেকে ২০টি গ্রামের
রাস্তা। সংস্কার হয়নী এখনো রাস্তা ঘাট গুলো, যাতায়াত ব্যবস্থায় দূরভোগে এলাকাবাসীরা।
বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে দুধকুমোরের ভাঙ্গন তীব্র আকার ধারন করেছে । এ অবস্থায় দিশেহারা হয়ে পড়েছে ভাঙ্গন কবলিত এলাকার নদী তীরবর্তী পরিবারগুলো। ভাঙ্গনের হুমকীতে থাকা অনেক পরিবার ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছে তারা।
স্থানীয়রা জানায়, দুধকুমারের ভাঙ্গন অব্যাহত থাকায় বদলে যাচ্ছে এলাকার মানচিত্র। তীব্র ভাঙ্গনে আতংকিত হয়ে পরেছে এলাকার মানুষজন। বসতভিটা, বাঁশঝার, বাগান ও আবাদী জমি চলে যাচ্ছে নদীগর্ভে। বসতভিটা হারিয়ে দিশেহারা মানুষ উদভ্রান্তের মত নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক সেদিক ছোটাছুটি করছে।
আনন্দবাজার/শাহী/রাজা