ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর পরিবার ক্রীড়াঙ্গনের পথিকৃত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, বঙ্গবন্ধুর পরিবার দেশের ক্রিড়াঙ্গনের পথিকৃত। গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১৫ আগষ্টে পরিবারসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আজ (২৫ আগস্ট) মঙ্গলবার দুপুরে গাজীপুর শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক আলহাজ¦ মোঃ কামরুল আহসান সরকার রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি কাজী আলিম উদ্দিন বুদ্দিন, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা আব্দুল হাদী শামীম, যুব লীগের মহানগর কমিটির নেতা আলমগীর হোসেন, দেলোয়ার হোসেন বাদল, স্বেচ্ছাসেবক লীগের মহানগর কমিটির সভাপতি সঞ্জিত কুমার মল্লিক বাবুসহ প্রমুখ নেতা কর্মীরা।

সভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া ও তবারক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন