ঢাকা | মঙ্গলবার
১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ২৪ ঘন্টায় নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত

ঝালকাঠিতে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘন্টায় সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা নয়ন হাওলাদার ও ঝালকাঠির জেলা কৃষক দলের সভাপতি এবং সাবেক পৌর কাউন্সিলর রুস্তুম আলী চাষীসহ আরও ৬ জন আক্রান্ত হয়েছে।

এনিয়ে ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে সদর উপজেলায় ২১৭ জন, নলছিটি উপজেলায় ১২৮ জন, রাজাপুর উপজেলায় ১৯৪ জন, ও কাঠালিয়া উপজেলায় ৭০ জন। ঝালকাঠি জেলায় এ পর্যন্ত ২৯৪০ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানে হয়েছে এবং এর মধ্যে ২৯২৭ জনের রিপোর্ট এসেছে।

ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে এদের মধ্যে, ৬০৯ জনের রিপোর্ট পজেটিভ ও ২২৩৮ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে, বাতিল হয়েছে ৮০ এবং সুস্থ হয়েছেন ৩৫৭, মৃত্যু ১৪ জন । হোম কোয়ারেন্টাইনে রয়েছে ২২৬, হাসপাতাল আইসোলিয়শনে রয়েছে ২জন।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন