ঢাকা | বৃহস্পতিবার
১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদের আশ্রয়ণ শিবির এলাকায় গতকাল মঙ্গলবার বেলা তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে সেখানে সরকারি জায়গা অবৈধভাবে দখলে থাকা দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমমাণ আদালত।

শ্রমিক নিয়োজিত করে ওই দুটি স্থাপনা ভেঙ্গে ফেলা হয়।উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব এই অভিযান পরিচালনা করেন।

উচ্ছেদ অভিযান চলাকালে অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন ধর্মপাশা থানার এসআই জাহাঙ্গীর, এসআই সোহেল মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি (নাজির)আবুল হোসেন, ইউএনওর ডাইভার সেলিম রানা, সাংবাদিক সেলিম আহমেদ প্রমুখ।

আনন্দবাজার/শাহী/মোবারক

 

সংবাদটি শেয়ার করুন