শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হল এমপি দবিরুলকে

সম্প্রতি ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মােঃ দবিরুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে।

আজ সােমবার (২৪ আগস্ট) দুপুরে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তিনি ঢাকার পথে রওনা হন।

জানা যায়, হেলিকপ্টারে সাংসদের সাথে রয়েছেন তাঁর জৈষ্ঠ্য পুত্র ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন।

তিনি জানান, বাবার শরীর তুলনামূলক সুস্থ আছে। তবে উন্নত চিকিৎসার জন্য এবং ঝুঁকিমুক্ত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হেলিকপ্টারে ঢাকায় নেয়ার ব্যবস্থা করা হয়েছে।

টানা সাত বারের নির্বাচিত জনপ্রিয় এই সংসদ সদস্যকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে। এমপি দবিরুল ইসলামের শারীরিক সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এমপি আলহাজ্ব মােঃ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, দিনাজপুর ল্যাবে পাঠানাে হলে রবিবার (২৩ আগষ্ট) সন্ধ্যায় সংসদ সদস্যের করোনা পজিটিভ আসে। গতকাল সন্ধ্যায় তার করোনা আক্রান্তের খবর নিশ্চিত করেছেন ডা: মো: মাহাফুজার রহমান সরকার।

আনন্দবাজার/শাহী/মিলন

আরও পড়ুনঃ  করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম

সংবাদটি শেয়ার করুন