ঢাকা | বুধবার
৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষানগরী সৈয়দপুরের উদ্যোগে করোনা যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

সম্প্রতি ফেসবুক ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “শিক্ষানগরী সৈয়দপুর” এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং করোনার নমুনা সংগ্রহকারীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৩ আগস্ট রবিবার বিকালে বিনোদন কেন্দ্র থিম পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রমিজ আলম।

বিশেষ অতিথি ছিলেন পৌর ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাহাবাত আলী সাব্বু। করোনা মহামারির সময়ে বিশেষ অবদান রাখার জন্য করোনা সংগ্রহকারী দলের সদস্যদের হাতে ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি)।

সংবর্ধিত সদস্যরা হলেন টিম লিডার মেডিকেল অফিসার ডাঃ আরমান হোসেন রনি, মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) মোঃ আবু তাহের সিদ্দিকী, মেডিকেল টেকনোলজিষ্ট ( ল্যাব) মোঃ আল আমিন ও মেডিকেল টেকনোলজিষ্ট ( ল্যাব) মোঃ মামুনুর রশিদ। মেডিকেল টিমের পক্ষে ডাঃ আরমান হোসেন রনি অনুভূতি ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন।

উল্লেখ্য যে, শিক্ষা নগরী, সৈয়দপুরের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও জলপাই গাছের চারা তুলে দেন প্রধান অতিথি। পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন সৈয়দপুর থিম পার্ক কর্তৃপক্ষ। সার্বিক ব্যবস্থাপনায় তরুন উদ্যোক্তা ও কলামিস্ট কাকন। (ছবি আছে)

আনন্দবাজার/এইচ এস কে/ এস এ এম

সংবাদটি শেয়ার করুন