ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সোনাগাজীতে মাওলানা ঘাট সেতু উদ্বোধন

সড়কের যানজট কমাতে সম্প্রতি ফেনীর সোনাগাজীতে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নব্য নির্মিত মাওলানা আব্দুল আউয়াল ঘাট সেতুর উদ্বোধন করেছেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী।

আজ রোববার (২৩ আগস্ট) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ সেতু উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। ভিশন ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে স্থান পাবে। উন্নয়নের অংশীদার হিসেবে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

ঠিকাদার ফজলুল হক বাবলুর সভাপতিত্বে ও চর মজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবু তাহেরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের ফেনীর নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলম পাটোয়ারী, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপ পরিচালক প্রফেসর সাইফ উদ্দিন চৌধুরী হারুন, এলজিইডির উপজেলা প্রকৌশলী মো.আবুল কাসেম, সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: সাজেদুল ইসলাম, চর মজলিশপুর ইউপি চেয়ারম্যান এমএ হোসেন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে এলবিসি প্রকল্পের আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স নূর নবী এন্ড হক ট্রেডার্স জেবি সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর ঈদগাহ টু ছোট ফেনী নদী ভায়া মাওলানা পাড়া মসজিদ রোডের ৯১০ মিটার চেইনেজে মাওলানা আব্দুল আউয়াল ঘাটের ছোট ফেনী নদীর উপর ৯৬ মিটার পিসি গার্ডার সেতুর নির্মান কাজ সম্পন্ন করেছে।

প্রায় ৬ কোটি ৮৪ লাখ ৯১ হাজার ৪৭৮ টাকা ব্যয়ে নির্মিত সেতুর কাজের মেয়াদকাল ছিল ১ বছর ৬ মাস। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পূর্বেই কাজটি সম্পন্ন করেছে। এতে করে দীর্ঘ দিনের ভোগান্তি থেকে মুক্তি মিলেছে দুটি ইউনিয়নের মানুষদের। নির্ধারিত সময়ের পূর্বে নির্মাণ কাজ সম্পন্ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারকে ধন্যবাদ জানান সাংসদ লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

আনন্দবাজার/শাহী/কাজী

সংবাদটি শেয়ার করুন