সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের সমাজ থেকে মাদক নির্মূল কোন অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না । বর্তমান সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে কঠোর পদক্ষেপ নিয়েছেন। কোনো অবস্থাতেই সন্ত্রাসীদের প্রশ্রয় দেয়া যাবে না।
রবিবার সন্ধ্যায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর গ্রামে সেকেন্ড অফিসার সালাউদ্দিন আল-মামুনের সঞ্চালনায় ইউনিয়ন চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লবের সভাপতিত্বে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে এসব কথা বলেন।
ওসি বলেন, বিট পুলিশিংয়ের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি। আমরা জনগণের সঙ্গে জনগণের পুলিশ হয়ে থাকতে চাই। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে নিরলস কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পুলিশকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত করতে শূন্য সহিষ্ণুতার নীতিতে কাজ করছি।
সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে পর্যায়ক্রমে আত্রাইয়ের প্রতিটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হবে। এবং মনিটরিং, তদারকির জন্য পুলিশ সদস্যদের সাথে স্থানীয় জনপ্রতিনিধিরা কো-অপারেট করবে। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বি ত হয়। পুলিশের প্রতি একটা ভ্রান্ত ধারণা তৈরি হয়।
পুলিশ-জনতা সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য, প্রতিটি নাগরিকের পুলিশের সেবাপ্রাপ্তির নিশ্চয়তা প্রদানের জন্য ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে প্রত্যন্ত অ লে পুলিশের সেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের আদেশ অনুযায়ী আত্রাই থানার মনিয়ারী ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হলো। এতে জনগণ এর সুফল পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর গ্রামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন চেয়ারম্যান আল্লামা শের-ই বিপ্লব। অনুষ্টনে উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার সালাউদ্দীন আল-মামুন, এএসআই নজরুল ইসলাম,ইউপি সদস্য রতন ইসলাম, আব্দুস ছালামসহ ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
আনন্দবাজার/শাহী/নাহিদ