ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠির শেখেরহাটে ৬টি পরিবারকে গৃহ সামগ্রী প্রদান

বাংলাদেশক সেনাবাহিনী ৭ পদাতিক ডিভিশন ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটেলিয়ানের ব্যবস্থাপনায় ঝালকাঠি সদর উপজেলায় শেখেরহাট ইউনিয়নের ৬টি গরীব পরিবারের জরাজীর্ণ গৃহ নির্মাণের সামগ্রী হিসেবে ৮ বান্ডিল করে করে টিন বিতরণ করা হয়েছে। ঘরের চালা ও বেড়াসহ গৃহ সংস্কারের জন্য এ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় ২২ ইঞ্জিয়ারিং ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার-ই-আলম এই অসহায় পরিবার গুলোর হাতে নির্মাণ সামগ্রী তুলে দেন। এ সময় তার সাথে মেজর ইসতিয়াক আহম্মেদসহ ইঞ্জিনিয়ারিং ব্যাটেলিয়নের কতিপয় সেনা সদস্যরা উপস্থিত ছিলেন। এই ইউনিয়নের সিরযুগ গ্রামের স্বামী পরিত্যাক্তা মিরু বেগম, একই গ্রামের বাবুল হাওরাদার ও সালেহা বেগম এবং মির্জাপুর গ্রামের আলেয়া বেগম ও হেমায়েত উদ্দিনসহ গরংগল গ্রামের মনিকা ঘরামীকে এই সহায়তা প্রদান করা হয়েছে।

লেঃ কর্নেল সরওয়ার-ই-আলম জানান বাংলাদেশ সেনাবাহিনী সব সময় অসহায় মানুষের পাশে আছে এবং আগামীতেও তাঁরা তাদের পাশে থেকে দেশের সেবা করে যাবেন। আগামী দিনগুলোতে এই সহায়তার ধারাবাহিকতা বজায় রাখা হবে।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন