গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো তিন হাজার ৯৪১ জনে। এ সময়ে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ৯৭৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত হলেন দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
রবিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে সুস্থ উঠেছেন তিন হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন এক লাখ ৭৯ হাজার ৯১ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ২৪ জন পুরুষ এবং ১০ জন নারী। এখন পর্যন্ত পুরুষ তিন হাজার ১০৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮৩৫ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস




