সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নতুন করে একই পরিবারের পাঁচজনসহ মোট আটজন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৩৯জন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই খবরটির সত্যতা মিলেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে এ উপজেলায় ২০জনের করোনার নমুনা পরীক্ষা করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোডা.হয়েছিল।সেখান থেকে ওইদিন রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকারকে ইমেইলের মাধ্যমে জানানো হয়েছে যে, নমুনা পরীক্ষা করে এই ২০ জনের মধ্যে আটজনের করোনার পজেটিভ ধরা পড়েছে। নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে উপজেলার সদর ইউনিয়নের একটি গ্রামের একই পরিবারের বাসিন্দা স্বামী (৫৫),স্ত্রী (৪৯),মেয়ে (২৮),মেয়ে (২৫), শালিকা (৪২)। বাকি তিনজনের মধ্যে দুজন হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত একজন স্বাস্থ্য সহকারীর স্ত্রী (৪৯),মেয়ে (২৫) । আর অপরজন হলেন সদর ইউনিয়নের আরেকটি গ্রামের বাসিন্দা এক নারী(২৭)। করোনায় আক্রান্ত এই আটজনের মধ্যে মাত্র একজন জ্বর,সর্দি ও কাশিতে ভুগছিলেন। বাকি সাতজনের শরীরে জ্বর ছাড়া আর কোনো উপসর্গ ছিল না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.ঝন্টু সরকার বলেন, এ পর্যন্ত উপজেলায় ৩৯জন করোনায় সংক্রমিত হয়েছন। করোনায় আক্রান্তদের মধ্যে ২৪জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন এবং গত ১৯জুলাই করোনায় আক্রান্ত হয়ে শফিকুল ইসলাম (৫০) নামের একজন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত বাকি ১৪জনের মধ্যে একজনকে শুক্রবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সাময়িক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই ব্যক্তির স্বজনেরা তাঁকে ঢাকার একটি হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। আক্রান্ত বাকি ১৩জনের অবস্থা স্বাভাবিক রয়েছে। তাই তাঁদেরকে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছি।
তিনি আরও বলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম থাকার ব্যবস্থা থাকলে করোনায় আক্রান্ত জরুরি রোগীদের চিকিৎসা দেওয়া অনেকটাই সম্ভব হবে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মুনতাসির হাসান বলেন,করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ব্যবহার করার জন্য সর্বসাধারণকে উদ্ধুদ্ধকরণ, জনসচেতাসৃষ্টি করাসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বরকম প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে।
আনন্দবাজার/শাহী/মোবারক