ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বেনাপোল দিয়ে দেশে ফিরল আটকে পড়া ৫০০ ভারতীয় নাগরিক

সম্প্রতি করোনা মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় নাগরিকরা প্রায় পাঁচ মাস পর বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।গেল দুদিনে এ চেকপোস্ট দিয়ে বাংলাদেশে আটকে পড়া প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন। এছাড়া বাংলাদেশি ১২ জন পাসপোর্ট যাত্রী ফিরে এসেছেন দেশে। প্রথম দিনেই চেকপোস্ট এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, করোনা প্রতিরোধ করতে বেনাপোল বন্দর দিয়ে সব পাসপোর্ট যাত্রীদের ভারত ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে ভারত সরকার। দীর্ঘ চার মাস ২৩ দিন পর ভারত সরকারের দেওয়া শর্ত সাপেক্ষে তারা বর্তমানে দেশে প্রবেশ করছেন।

তবে শর্তের মধ্যে রয়েছে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে পাসপোর্ট এবং ভারতীয় হাইকমিশনে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। আর বাংলাদেশিদের ক্ষেত্রে ১ জুলাইয়ের পরে ভিসা হতে হবে এবং নন-কভিড সার্টিফিকেট আনতে হবে। তবে পুরোনো ভিসা থাকলে তাকে ভারতীয় হাইকমিশনের অনুমতি এবং নন-কভিড সার্টিফিকেট সাথে আনতে হবে।

এই ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, বাংলাদেশে আটকে পড়া ভারতীর মধ্যে দুই দিনে প্রায় ৫০০ ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। শর্তসাপেক্ষে কাগজপত্র সঠিক থাকলে সব যাত্রী ভারতে প্রবেশ করতে পারবেন বলে তিনি জানান।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন