ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুর অব রোটারী ক্লাব এর উদ্যোগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ

রোটারী ক্লাব আর্তমানবতার সেবায় নিয়োজিত একটি আন্তর্জাতিক সংগঠন।পৃথিবী থেকে পোলিও নির্মুলে এই সংগঠন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। যেকোন দূর্যোগে রোটারীর ভূমিকা প্রশংশিত।

সারা বাংলাদেশের মত শ্রীপুরেও এই সংঘঠন দির্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ‘মুজিব বর্ষের আহ্বান, তিনটি করে গাছ লাগান’ শীর্ষক স্লোগানে রোটারী ক্লাব অব শ্রীপুর”এর উদ্যোগে শ্রীপুর ডাক বাংলা মাঠচত্বরে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ করেছে “রোটারী ক্লাব অব শ্রীপুর” এর রোটারীয়নবৃন্দ।

আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় বৃক্ষ রোপণ মাস্ক বিতরণ কর্মসূচির সূচনা করেন এমদাদুল হক, সভাপতি“রোটারী ক্লাব অব শ্রীপুর, সহকারী অধ্যাপক মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজ।এ সময় উপস্থিত ছিলেন ,সাধারন সম্পাদক রোটারীয়ন জনাব মোঃ সজিবুল ইসলাম, রোটারীয়ন সাংবাদিক পিপি ছালাম রানা,রোটারীয়ান পি পি গোলাম রওফ রোটারীয়ান আব্দুল্লাহ আল মামুন রোটারিয়ান মাহাববুল আলম রোটারিয়ান ফিরোজ মিয়া,রোটারীয়ন কামাল ফকির রোটারিয়ান রাকিবুল ইসলাম রাকিব সহ আরো অনেক বিশিষ্ঠ নেতৃবৃন্দ।

আনন্দবাজার/শাহী/মহীউদ্দিন

সংবাদটি শেয়ার করুন