বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

উলিপুরে রেলওয়ে সৈয়দপুর কারখানার ত্রান বিতরণ

কুড়িগ্রামের উলিপুরে বন্যার্তদের মাঝে বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর কারখানার পক্ষ থেকে ত্রান বিতরণ করা হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের হাঁস খাওয়া ব্রিজ সংলগ্ন এলাকায় ৫শ পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর কারখানার কর্মকর্তা-কর্মচারীগণ নিজস্ব অর্থায়নে বন্যার্তদের ত্রান বিতরণ করেন। ত্রান সামগ্রির মধ্যে ছিল চাল, ডাল, আলু, চিড়া, তেল, খাবার স্যালাইন, মাস্কসহ প্রয়োজনীয় ওষুধপত্র। বাংলাদেশ রেলওয়ের সৈয়দপুর বিভাগীয় তত্বাবধায়ক (কারখানা) মোঃ জয়দুল ইসলাম, ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান ও উৎপাদন প্রকৌশলী শাহিনুল হকের সার্বিক সহযোগিতায় ত্রান বিতরণে উপস্থিত ছিলেন, উর্দ্ধতন উপ-সহকারী প্রকৌশলী মোঃ রুহুল আমীন রুবেল, দেলোয়ার হোসেন মন্ডল, জাহাঙ্গীর আলম, উচ্চমান সহকারী সাইফুল ইসলাম ও স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা বাবলু মিয়া প্রমুখ।

আনন্দবাজার/শাহী/হাফিজ

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  হিলিতে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ

সংবাদটি শেয়ার করুন