ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে গ্রেনেড হামলা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের মোল্লাহাটে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস পালনে খুনী ও ষড়যন্ত্রকারী সকলকে বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চত করার জোর দাবী জানানোসহ আলোচনা সভা, শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উদয়পুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শুক্রবার সকাল ১০ টায় এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উদয়পুর ইউনিয়ন আওয়ামীগের সভাপতি অধ্যক্ষ এল জাকির হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী সঞ্চালনায় ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি কালীপদ বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি ও ভাইচ চেয়ারম্যান মোঃ সেলিম রেজা।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল্লাহিল কাফি, ইউসুফ আলী খাঁন, শিকদার সাইকুল আলম, এস, এম নাসির উদ্দিন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন, চৌধূরী শামিম আহসান, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা শ্রমিকলীগ সাধারণ সম্পাদক শেখ সোহাগ, সাংবাদিক শেখ শাহিনুর ইসলাম শাহিন ও মোঃ মনিরুজ্জামান মোল্লাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন ২১ আগস্টে জড়িত সকল খুনিদের রায় দ্রুত কার্যকর করতে হবে। এছাড়া সকল দোসীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করা হয়।

এছাড়া আটজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের আত্মার শান্তিকামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুম্মা নামাজ শেষে ভান্ডারখোলা এ্যাডঃ ফরিদ উদ্দিন আহমেদ মোল্লার বাড়ি জামে মসজিদ ও সিকদার বাড়ি জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আবুল বাসার মোল্লাসহ সর্ব স্তরের মুসল্লীগণ।

আনন্দবাজার/শাহী/শাহিন

সংবাদটি শেয়ার করুন