ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাটমোহর স্টেশনে ট্রেনের টিকেট সংখ্যা বাড়ানো : রেল সচিব

রেল সচিব মো: সেলিম রেজা বলেছেন, সারাবিশ্বে করোনা মহামারীর মাঝে বাংলাদেশের পরিস্থিতি অনেকটা ভাল অবস্থানে রয়েছে। মহামারীর মাঝে ডাক্তার, পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে কোনো ধরনের দুর্নীতি মেনে নেয়া হবে না। কোথাও কোনো অন্যায় প্রশয় দেয়া হবে না। আমরাও সে লক্ষ্যে কাজ করছি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে চারটায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, বন্যা, চলমান ত্রাণ কার্যক্রম, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চাটমোহরবাসীর দাবির প্রেক্ষিতে রেল সচিব জানান, চাটমোহর স্টেশনে ট্রেনের টিকেট সংখ্যা বাড়ানো হবে। ট্রেন থামার সময় এক মিনিট বাড়িয়ে তিন মিনিট করা হবে। চাটমোহর স্টেশনের সংস্কার করা হবে। পাবনার উন্নয়নে চেষ্টা থাকবে সবসময়।

জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, পাবনার সিভিল সার্জন ডাক্তার মেহেদী ইকবাল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ মাস্টার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সাখো, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ওমর ফারুক বুলবুল, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন। স্বাগত বক্তব্য দেন, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান।

সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন রেল সচিব। এর আগে রেল সচিব চাটমোহর রেলস্টেশন পরিদর্শণ করেন এবং স্টেশন চত্বরে বৃক্ষরোপণ করেন

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন