চট্টগ্রামের নাজিরহাট-কাজিরহাট সড়কে আরো পৌনে ৪ কোটি টাকা বরাদ্ধ দিলেন মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী। এ সড়ক উন্নয়নে মোট তিন দফায় বরাদ্ধ পাওয়া গেল ১০ কোটি ৭১ লাখ ১২ হাজার ৪ শত ২৭ টাকা।
উপজেলা প্রকৌশল অফিস সূত্র জানায়, চলতি ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলার গুরুত্বপূর্ণ ‘নাজিরহাট-কাজিরহাট সড়ক’ (১০ কিলোমিটার থেকে ১৬ কিলোমিটার পর্যন্ত) সংস্কারে তৃতীয় পর্যায়ে ৩ কোটি ৭০ লাখ ৬৫ হাজার ৩ শত ২১ টাকা বরাদ্ধ হয়েছে।
১৬ আগষ্ট এ টাকা অনুমোদিত হয়। এ নিয়ে নাজিরহাট-কাজিরহাট সড়কের জন্য তিন দফায় সর্বমোট বরাদ্ধের পরিমাণ ১০ কোটি ৭১ লাখ ১২ হাজার ৪ শত ২৭ টাকা। প্রথম ধাপে ০ জিরে কিলোমিটার ( হালদার পুরাতন সেতু থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কারে) নভেম্বর মাসে মাননীয় এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী তাঁর অনুকূলে দেয়া বরাদ্ধ থেকে ৩ কোটি ২২ লাখ ৭২ হাজার ৪ শত ৩৫ টাকা এবং দ্বিতীয় দফে (৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত সড়ক সংস্কারে) মার্চ মাসে বরাদ্ধ করা হয় ৩ কোটি ৭৭ লাখ ৭৪ হাজার ৬ শত ৭১ টাকা।
এ প্রসঙ্গে ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী এসএম হেদায়েত বলেন, নাজিরহাট-কাজিরহাট সড়কটির দৈর্ঘ্য ১৬ কিলোমিটার। প্রথম ধাপে বরাদ্দকৃত অর্থের দ্বিতীয় দফা টেন্ডারের পর মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে। দ্বিতীয় ধাপের বরাদ্ধকৃত অর্থের টেন্ডার শেষে চুক্তি উত্তর কার্যাদেশ হয়েছে। ২৩ আগষ্ট’২০ থেকে (৫ কিলোমিটার থেকে ১০ কিলোমিটার পর্যন্ত) কাজ শুরু করবে ঠিকাদার। ১৬ আগষ্ট প্রাপ্ত তৃতীয় পর্যায়ে বরাদ্ধকৃত অর্থের টেন্ডার খুব শীঘ্রই হবে। ‘মুজিব বর্ষের অঙ্গিকার-সড়ক হবে সংস্কার’ শ্লোগানে উদ্বেলিত হয়ে সর্বশেষ বরাদ্ধটি সরকারের নিজস্ব অর্থায়নেই হচ্ছে। এলজিইডিতে প্রথম ‘ফেভার মেশিন’ এর সাহায্যে এ সড়কটি নির্মাণ করা হবে। সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর অক্লান্ত প্রচেষ্টায় এ সড়কটি সংস্কারে পুরো অর্থই পাওয়া গেল।
বর্তমানে সড়কটি দিয়ে যানবাহন তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল করা দুষ্কর হয়ে পড়েছে। তাই,জরুরী ভিত্তিতে সড়কটির উন্নয়ন কাজ শুরু করার দাবী জানান এলাকাবাসী।
আনন্দবাজার/শাহী/জিপন