ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাস্থবিধি না মানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষধের সামনে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য ও মৌমিতা বাসে অধিক যাত্রী ধারন করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ ও সড়ক পরিবহণ আইন, ২০১৮ ,৪৭নং আইন এর অধিনে ২২ টি মামলা করে মোট ৪,৫০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাস্ক না পড়ে খোলামেলা চলাচলের জন্য মোট ১৫ জন পথচারীকে ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকালে সাধারণ মানুষকে সচেতন করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় রেভিনিউ ডেপুটি কালেক্টর শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার, প্রবাসী কল্যাণ শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার, শিক্ষা ও রেডিও শাখার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ।

এ সময় তারা জনগনকে সঠিক নিয়ম ও সাস্থবিধি মেনে চলাফেরা করার নির্দেশ প্রদান করেন।

আনন্দবাজার/শাহী/বনি

সংবাদটি শেয়ার করুন