দীর্ঘদিন বন্ধ থাকার বাংলাদেশসহ ২০ টি দেশের সঙ্গে ফ্লাইট চালু করার চুক্তি করতে যাচ্ছে ভারত। এরই মধ্যে ‘এয়ার বাবল অ্যারেঞ্জমেন্ট’-এর জন্য ১৩টি দেশের সঙ্গে এই আলোচনা শুরু করেছে দেশটি। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরও। গতকাল মঙ্গলবার এ খবর দিয়েছেন ভারতের বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী। এই চুক্তির আওতায় উভয় দেশের বিমান সংস্থাগুলি নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালাতে পারে।
বেসামরিক বিমানমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, গত জুলাই মাস থেকে এ পর্যন্ত আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত সহ, কাতার ও মালদ্বীপের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় এয়ার বাবল অ্যারেঞ্জমেন্ট চুক্তি সম্পন্ন হয়েছে।
হরদীপ সিং পুরী ট্যুইট করে জানান, আমরা এই প্রচেষ্টাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাইছি। বর্তমানে আরও ১৩টি দেশের সঙ্গে কথা হচ্ছে।
জানা গেছে, এই ১৩টি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইতালি, জাপান, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, বাহারিন, ইসরায়েল, কেনিয়া, ফিলিপিন্স, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড।
বেসামরিক বিমানমন্ত্রী জানান, আমাদের প্রতিবেশী রাষ্ট্র শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল ও ভুটানের কাছেও ‘এয়ার বাবলস’-এর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে, এখনও এই প্রস্তাব নিয়ে প্রতিবেশী দেশগুলির সঙ্গে আলোচনা শুরু হয়নি।
আনন্দবাজার/টি এস পি