রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ডিমলা পুলিশের প্রচেষ্টায় ২২ মাসের শিশু ফিরে পেল মা

নীলফামারীর ডিমলায় পুলিশের প্রচেষ্টায় ২২ মাসের এক দুগ্ধপান করা কন্যা শিশু ফিরে পেয়েছে তার মায়ের কোল। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিমলা থানার পুলিশ শিশুটিকে উদ্ধারের পর সন্ধ্যায় থানায় তার মায়ের কোলে তুলে দেন।

শিশুটির পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় চার বছর আগে জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিন বালাপাড়ার (শহীদ মিনার পাড়া) গ্রামের নুরু ইসলামের ছেলে দুলাল ইসলামের সাথে ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের দক্ষিন আমবাড়ি গ্রামের ময়নুল ইসলামের মেয়ে মনিরার পারিবাড়িক ভাবে শরিয়ত মোতাবেক বিয়ে হয়।

বিয়ের প্রায় ২৬ মাস পর তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা শিশুর জন্ম হলে তার নাম রাখা হয় খাদিজা। হঠাৎ গত মঙ্গলবার (১১ আগস্ট) স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য ব্যাপার নিয়ে ঝগড়া-বিবাদ হলে এক পর্যায়ে ওই দুগ্ধপান করা শিশু খাদিজাকে নিজের কাছে রেখে দিয়ে শিশুটির মা গৃহবধু মনিরা বেগমকে জোরপুর্বক বাড়ি থেকে বেড় করে দেন স্বামী দুলাল ইসলাম।

ঘটনার পর থেকে শিশুটির মা তার বাপের বাড়ি এলাকার এবং স্বামীর বাড়ি এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে শিশুটি ফিরিয়ে চাইলে তারাও শিশুটিকে উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হন। পরে শিশুটির মা বাধ্য হয়ে মঙ্গলবার (১৮ আগস্ট) ডিমলা থানায় সাধারন ডায়রি নং-৭৪৭,তারিখ ১৮/৮/২০২০ ইং করলে সেদিনই ডিমলা থানার এসআই আখতারুজ্জামান সঙ্গীয়ফোর্স সহ বিকেলে শিশুটির বাবার বাড়ি থেকে শিশুটি উদ্ধার করে তার মায়ের কোলে তুলে দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত হতে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সিরাজুল ইসলামের ব্যবহৃত (০১৭১৩৩৭৩৯১৪)স রকারি নম্বরে রাত ১০টা ৪৯ মিনিটে কল দেয়া হলেও তিনি তা রিসিভ না করে কেটে দেওয়ায় তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি! তবে শিশুটি উদ্ধার করা এসআই আখতারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  সন্ধান মেলেনি আত্রাইয়ে নদী স্রোতে ভেসে যাওয়া শিশু কন্যা নিতির

আনন্দবাজার/এইচ এস কে/ এম আই এস

সংবাদটি শেয়ার করুন