ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীপুরে বড়চালা ইটের সলিং রাস্তাটির বেহালদশা, জনজীবন বিপর্যস্ত

গাজীপুরের শ্রীপুরে নিজমাওনা এলাকার বড়চালা ইটের সলিং রাস্তাটির বেহাল দশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইটের সলিং এর এই রাস্তাটি বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব রাস্তার আমূল-পরিবর্তনের প্রয়োজন।

রাস্তাটি দিয়ে বর্তমানে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। এ রাস্তা দিয়ে কালিয়াকৈর, সখিপুর উপজেলাসহ বিভিন্ন অঞ্চলের লোকজন চলাচল করে এবং ব্যাবসা-বাণিজ্য করে থাকে। এঅঞ্চলে কয়েকটিশিল্পপতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, স্কুল, মৎস্য খামার, পোল্ট্রিখামার, ডেইরিখামার সহ আরো অনেক কিছু থাকায় এই রাস্তাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ।

বর্তমানে এই রাস্তাটি ভেঙ্গেচুড়ে একেবারে খদেখদ্দরে পরিণত হয়েছ। সাধারণ মানুষের দুঃখের শেষ নেই। জাতীয় সংসদ নির্বাচনের সময় এই রাস্তাটি পাকা করে দেবে বলে প্রতিশ্রুতি ছিল। এ অঞ্চলের সাধারণ মানুষের প্রাণের দাবি মাননীয় সাংসদ জননেতা ইকবাল হোসেন সবুজের নিকট নিজমাওনা বড়চালার একমাত্র রাস্তাটি যেন অতি সম্প্রতি পাকা করার ব্যাবস্থা করে দেন।শ্রীপুর উপজেলার একদম পশ্চিম সীমান্তে নিজমাওনা গ্রামের বড়চালা অবস্থান করায় এঅঞ্চলটি বরাবরই অবহেলিত।

আনন্দবাজার/শাহী/মহীউদ্দিন

সংবাদটি শেয়ার করুন