ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় সড়কের রক্ষণাবেক্ষণে নগদ চেক প্রদান

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় নগদ চেক প্রদান করেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

সোমবার দুপুরে উপজেলায় হল রুমে নগদ চেক বিতরণ করা হয়েছে। পল্লী সড়ক ও কালভার্ট মেরামত কর্মসূচির আওতায় ধর্মপাশা উপজেলায় দুইটি সড়কের রক্ষণাবেক্ষণে মহিলা শ্রমিকদের ৪০ % সঞ্চয়ী অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য
ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির হাসান পলাশ, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস , ধর্মপাশা থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান ও উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রত্যেক মহিলা কর্মীকে ৮৮৯৩১/- টাকার চেক প্রদান করা হয়।

আনন্দবাজার/শাহী/সাইফ

সংবাদটি শেয়ার করুন