ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে শক্তিশালী নিম্নচাপ। ক্রমশই শক্তি বাড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে এই নিম্নচাপ। ভারতের আবহাওয়া অফিস আগামী ৪৮ ঘণ্টায় ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।
জানা যায়, শক্তি সঞ্চয় করে শনিবারই সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। প্রথম থেকেই নিম্নচাপের অবস্থান ছিল ওডিশা উপকূল ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে থাকায় পশ্চিমবঙ্গে এর তেমন প্রভাব পড়বে না বলে জানা গেছে।
তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুই মেদিনীপুর ও দক্ষিণ পরগনা জেলায় বুধবার ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায় বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
আলিপুর আবহাওয়া অধিদফতরের কর্মকর্তা ড. গণেশ দাস জানান, বঙ্গোপসাগরের ওপরে থাকা নিম্নচাপটি দুর্বল হয়ে দক্ষিণ ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে চলে যাচ্ছে। এর ফলে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে।
আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন