ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে মাস্ক না পরায় ৫০ জনের জরিমানা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মাস্ক ব্যবহার না করে বাজার, রাস্তাঘাটে অহেতুক ঘোড়াফেরা করার কারণে ৫০ জনের কাছ থেকে মোট ২৬, ৩০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৬ আগস্ট) উপজেলার রানীগঞ্জ বাজারে দুপুর ১২টার পরে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করা হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং মেজিষ্ট্রেট ওয়াহিদা খানম এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এই ব্যাপারে নির্বাহী মেজিষ্ট্রেট সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমন এড়িয়ে চলার জন্য সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি মানুষের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তুু এতো উদ্যোগ নেওয়ার পরও মানুষের মধ্যে মাস্ক না পরার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও এই অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এইচ এস কে/ এ আই জে

সংবাদটি শেয়ার করুন