শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫০টি পরিবারে মাংস বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় অসহায় হতদরিদ্র, প্রতিবন্ধী ৫০ টি পরিবারের মাঝে মাংস বিতরণ করেছেন উপজেলা প্রশাসন।

রবিবার (১৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে অসহায় হতদারিদ্র, প্রতিবন্ধী ৫০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

এ সময় সেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডারের আদনান রামীমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন এবং ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও সহপরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করার শেষে অসহায় হতদারিদ্র, প্রতিবন্ধী, ও ভাসমান ৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়েছে।

এছাড়াও ১৫ হাজার জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ এবং ১৫০০ গাছ রোপন করা হয়েছে বলে জানান (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ।

আনন্দবাজার/শাহী/রাজু

আরও পড়ুনঃ   ‘দুবাই মিরাকল গার্ডেন’

সংবাদটি শেয়ার করুন