ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় শোক দিবস পালনে অনিহা

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করেছে দিনটি।

এদিকে বৈশ্বিক মহামারি করোনা দুর্যোগের মধ্যেও রাঙ্গুনিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবার সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।

কিন্তু সরকারিভাবে জাতীয় শোক দিবস পালনের নির্দেশনা থাকলেও চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আলমশাহ পাড়ায় অবস্থিত হযরত খাদিজা (র:) বালিকা মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে অনীহার গুরুতর অভিযোগ পাওয়া গেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পরে তোপের মুখে পড়ে বিকাল সাড়ে ৪ টার দিকে দায়সারা ভাবে শোক দিবস পালন করা হয়।

জানা যায়, দেশে করোনা মহামারি পরিস্থিতিতেও জাতীয় শোক দিবসকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলায় মাসের প্রথম দিন থেকেই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি পালন করছে।

স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি অনুযায়ী আজ শনিবার (১৫ আগস্ট) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন, সকাল সাড়ে ৬টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত পাঠ করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদুর রহমান।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে জাতীয় শোক দিবস কর্মসূচি পালনে সরকারি নির্দেশনা দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। কিন্তু ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাদ্রাসার পক্ষ থেকে কোনও ধরনের কর্মসূচি পালন করা হয়নি হযরত খাদিজা (রা:) বালিকা মাদ্রাসা। এনিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।

উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে শোক দিবসের নানামুখি কর্মসূচি পালিত হয়েছে সেখানে বিকাল ৪ টা অতিবাহিত হওয়া পরও হযরত খাদিজা (রা:) বালিকা মাদ্রাসায় কেন ১৫ আগস্টের কোনও অনুষ্ঠানাদি হয়নি? এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই খাদে পা পড়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক মো: তৌহিদুর আনোয়ারের। পরে অবশ্য তোপের মুখে পড়ে বিকালে দায়সারা ভাবে জাতীয় শোক দিবস পালন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক।

রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী বলেন, ‘রাষ্ট্রীয় কর্মসূচি হিসেবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শোক দিবস পালন করা বাধ্যতামূলক।কিন্তু নির্দেশনা দেওয়ার পরও যদি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবস পালন না করে, তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এ বিষয়ে মাদ্রাসার প্রধান শিক্ষক মো: তৌহিদুল আনোয়ারের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মায়ের অসুস্থতার কারণে আমাকে বাসায় চলে আসতে হয়েছে। শোক দিবস পালন করতে না পারার জন্য আমি হতাশ, আমি দু:খিত। আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ, সরি’ বলে ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে বিকাল সাড়ে ৪ টায় তিনি ফোন করে বলেন, ‘ভাই আমরা শোক দিবস পালন করেছি। আপনার কাছে শোক দিবস পালন অনুষ্ঠানের ছবি পাঠাচ্ছি। শোক দিবসের কর্মসূচি পালন করতে সময় একটু বিলম্ব হওয়ায় আবারো দুঃখিত

আনন্দবাজার/শাহী/মতিন

সংবাদটি শেয়ার করুন