ঢাকা | শুক্রবার
১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে সরকারী ও বেসরকারী উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

মোল্লাহাট সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যক্তি উদ্যোগে যথাযথ গুরুত্বে জাতির পিতা’র ৪৫’তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২০ পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি পালনের শুরুতে ১৫ আগষ্ট সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কলো ব্যাচ ধারন করা হয়। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে ম ায়িত জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।

এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে-মোল্লাহাট থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, কেআর কলেজ, প্রেসক্লাব মোল্লাহাট ও জাতীয় মহিলা সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলের সভাপতিত্বে সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, থানা অফিসার ইনচার্জ কাজি গোলাম কবীর, কেআর কলেজ’র অধ্যক্ষ এল জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, প্রেসসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন-উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, চুনখোলা ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন, ছাত্রলীগ সভাপতি রেজওয়ান চেীধুরী, সাব-রেজিস্ট্রার মোঃ রাসেল মল্লিক, প্রেসক্লাব মোল্লাহাটের সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জেহাদ সিকদার ও প্রচার সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী প্রমূখ।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন