ঢাকা | বৃহস্পতিবার
৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে স্বাস্থ্য বিধি মেনে পালিত হয়েছে এ দিবসটি।

শনিবার (১৫ ই আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের প্রাঙ্গণে নব নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হামিদুল্লাহ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন, আওয়ামী লীগ নেতা পরিমল বড়ুয়া। এছাড়া সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের খুনিদের বিদেশ থেকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবী জানান।

উপজেলা প্রশাসন উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা এবং চকরিয়া পৌরসভার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, পেশাজীবি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ শ্রেণী-পেশার সর্বসাধারণসহ ১৫ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন। একইসঙ্গে উপজেলা এবং পৌরসভা এলাকার ২০৬টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১৮টি ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ ক্যাম্পাসে বৃক্ষরোপন কর্মসুচির আওতায় ১৫০০ গাছ রোপন করবে বলে জানান।

আনন্দবাজার/শাহী/রাজু

সংবাদটি শেয়ার করুন