ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে ৪ আসামীর কারাদন্ড মওকুফ

ঠাকুরগাঁওয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত ৪ জন আসামীকে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারার ক্ষমতা বলে সরকার কতৃক অবশিষ্ট কারাদন্ড মওকুফ করে মুক্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার রাতে ঠাকুরগাঁও জেলা কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।

মুক্তিপ্রাপ্ত হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানি লক্ষিপুর গ্রামের হরেক লাল বর্মণের ছেলে লবানু বর্মন (৫০), সালান্দর ইউনিয়নের মোজাতিপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে মাজেদুর রহমান (৪১), হরিপুর উপজেলার হঠাৎপাড়া গ্রামের ওসমান আলীর ছেলে তোফাজল হোসেন (৪৯) এবং নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার গুলমোশনা গ্রামের মৃত জিল্লুর রহমানের স্ত্রী হানুফা বেগম (৫৭)।

ঠাকুরগাঁও জেলা কারাগারের জেলার মোহাম্মদ শাহ আলম জানান, এই আইনের আওতায় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ৩২৯ কয়েদিকে কারাদন্ড মওকুফ করে মুক্তি দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে ২১ বছরের অধিক সময় কারা ভোগ করেছেন এবং বাকি সাজা মওকুফ করা হয়েছে।

আনন্দবাজার/শাহী/মিলন

সংবাদটি শেয়ার করুন