ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় মুক্তিযোদ্ধা কমান্ডের জাতীয় শোক দিবস পালন

 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, শোক র‌্যালী, আলোচনা মধ্যে দিয়ে নওগাঁয় বঙ্গবন্ধুর ৪৫ শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শনিবার ১৫ই আগস্ট সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে একটি মৌন মিছিল বের হয়ে তা শহরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিন করে মুক্তির মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার হারুন-অল-রশিদ মৌন মিছিলের নেতৃত্ব দেন। এছাড়াও মিছিলে অংশগ্রহণ করেন সাবেক সহকারি কমান্ডার আবুল কালাম আজাদ, সদর উপজেলা কমান্ডার গোলাম ছামদানীসহ প্রত্যক ইউনিয়ন থেকে আগম মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। এর আগে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা অর্ধনমিত উত্তোলন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আনন্দবাজার/এইচ এস কে/ এন এ

সংবাদটি শেয়ার করুন