ঢাকা | রবিবার
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে প্রথম করোনায় একজনের মৃত্যু

সম্প্রতি মোল্লাহাটে করোনায় আক্রান্ত হয়ে আসলিমা বেগম (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫ টার দিকে তিনি মারা যান। তার বাড়ি উপজেলার উদয়পুর ইউনিয়নের মাস্টার পাড়া এলাকায় , তার স্বামীর নাম আকরাম চেীধুরী।

এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, করোনার উপসর্গ দেখা দিলে ৩০শে জুলাই আসলিমা বেগম আমাদের কাছে নমুনা দিলে খুলনা পিসিআর মেশিনে পাঠালে ৩ আগস্ট তার করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেলেন। কিন্তু ১৪ আগস্ট বিকাল ৫ টার সময় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরেই কিডনি, ডায়বেটিস এবং অন্যান্য রোগে ভুগছিলেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার কথা বলা হয়েছিল কিন্তু তাকে নেওয়া হয়নি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডল বলেন করোনায় মৃতঃ আসলিমা বেগমের জানাযা স্বাস্থ্য বিধি মেনে ধর্মীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আনন্দবাজার/শাহী/শাহীন

সংবাদটি শেয়ার করুন