ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ব্যতিক্রম ধর্মী উলধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগীতা

ঝালকাঠিতে ব্যতিক্রমিধর্মী প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ঝালকাঠি জেলা পুজা উদ্যাপন কমিটির সদর উপজেলায় উলধ্বনি ও শঙ্খধ্বনি প্রতিযোগীতার আয়োজন করেছে।

শুক্রবার সকাল ১০টায় পাবলিক হরিসভা প্রাঙ্গনে এই প্রতিযোগীতায় হিন্দু সম্প্রদায় অর্ধশতাধিক নারী অংশগ্রহণ করেছে। প্রতিযোগীতার শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ কর হয়েছে। জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক তরুণ কর্মকার, মন্দিরের পুরোহীত সুখদেব গোস্বামী, ধর্মী নেতা নির্মল চন্দ্র দে তরুনী ও অঞ্জলী রানী সাহা প্রতিযোগীতার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগীতায় উলধ্বনিতে কাজল রানী দে-১ম, অনিতা রানী শরমা-২য় ও বুলু সাহা-৩য় এবং শঙ্খধ্বনিতে তন্নী রানী সিনহা-১ম, সন্ধ্যারানী হাওলাদার-২য় ও চায়না ঘোষ-৩য় স্থান অধিকার করেছে। পরবর্তীতে বিজয়ীরা জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুরূপ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবে।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন