ঢাকা | শুক্রবার
১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আক্কেলপুর প্রেসক্লাবের নতুন সভাপতি শফি, সম্পাদক মেজবা

সম্প্রতি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক আমাদের অর্থনীতির উপজেলা প্রতিনিধি শফিউল আলম শফি সভাপতি এবং ভোরের ডাকের উপজেলা প্রতিনিধি মেজবা উদ্দিন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আক্কেলপুর প্রেসক্লাব কার্যালয়ে শফিউল আলম শফির সভাপতিত্বে এক সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পরবর্তী ৩ বছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া, প্রেসক্লাবের নতুন কমিটিতে সহকারী সভাপতি হিসেবে আমার সংবাদের এম.এ মান্নান , যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রতিদিনের সংবাদের মওদুদ আহম্মেদ, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক হিসেবে গণজাগরনের সকেল হোসেন, সকালের সময়ের শাদমান হাফিজ শুভ প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসাবে নির্বাচিত হন। পাশাপাশি সভায় ভোরের পাতার প্রতিনিধি নিশাত আনজুমানকে নতুন সদস্য হিসাবে মনোনিত করা হয়।

আনন্দবাজার/শাহী/রিয়ন

সংবাদটি শেয়ার করুন