ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাদুকাটায় পানিতে ধরা পড়ল অজগর সাপের বাচ্চা!

মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা একটি অজগর সাপের বাচ্চা ধরা পড়ল সুনামগঞ্জের তাহিরপুরের লোকালয়ের হাটে (বাজারে)!

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাতে জেলার শিল্পনগরী ছাতকের হাদাটিলায় সাপের বাচ্চাটি অবমুক্ত করা হয়েছে বলে বনবিভাগের রেঞ্জ অফিস সুনামগঞ্জের দায়িত্বশীল একটি সুত্র এই তথ্য নিশ্চিত করেন।

এই ব্যাপারে উপজেলার মোদেরগাঁও গ্রামের বালু পাথর ব্যবসায়ী তোফায়েল আহমদ রয়েল বলেন, উপজেলার জাদুকাটা নদীর পূর্ব তীরঘেষা বিন্নাকুলি বাজারে থাকা নিজ চা ষ্টলের মেঝেতে পার্শ্ববর্তী রাজারগাঁও গ্রামের বাসিন্দা সুজন রায় বৃহস্পতিবার (১৩-০৮-২০২০) রাতে শুয়ে ছিলেন।

ভোররাতের দিকে নিজ হাতের স্পর্শে বেশ শীতল বাতাস অনুভব করলে তিনি গ্যাস লাইটারের আলোতে দেখেন একটি অজগর সাপ হাতের পাশেই বসা। এরপর তিনি প্রাণ বাঁচাতে চিৎকার দিয়ে দোকানের দরজা ভেঙ্গে দ্রুত বাহিরে বেড়িয়ে যান।

চিৎকার শুনে বাজার পার্শ্ববর্তী লামাশ্রম গ্রামের যুবক খাইরুল দ্রুত ছুঁটে এসে অজগর সাপের বাচ্চাটি চা ষ্টলের টিনের চালা বেয়ে সটকে পড়ছে দেখে সাহসিকতার সাথে তিনি নিজ হাতেই সাপের বাচ্চাটি ধরে বস্তাবন্দি করেন। অজগরের বাচ্চাটি প্রায় আড়াই ফুট লম্বা এবং মাস চারেক বয়সী হবে বলে বনবিভাগ নিশ্চিত করেন।

ধারণা করা হচ্ছে গেল দু’দিনের টানা বৃষ্টিপাতের কারনে ভারতের মেঘালয় পাহাড়ের বুক চিরে ধেয়ে আসা প্রবাহমান সীমান্তনদী জাদুকাটার ঢলের পানিতে বৃহস্পতিবার রাতে ভেসে আসে সাপের বাচ্চাটি। এরপর ওই রাতের কোন এক সময় আশ্রয় বা খাদ্যের সন্ধানে অজগরের বাচ্চাটি বিন্নাকুলি বাজারে চা ষ্টলে ঢুঁকে পড়ে।

খবর পেয়ে রেঞ্জ অফিস সুনামগঞ্জের তাহিরপুর ধলইরগাঁও বিট অফিসার বীরেন্দ্র কিশোর রায় সন্ধার দিকে অজগর সাপের বাচ্চাটিকে নিজ হেফাজতে নিয়ে রেঞ্জ অফিসে হস্তান্তর করেন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন