ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়া ডেইরী ফার্মাস এসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ডেইরী ও গবাদি পশু মোটাতাজা করন খামারীদের সংগঠন কাপাসিয়া ডেইরী ফার্মাস এসোসিয়েশনের ৫ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এদিকে কাপাসিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনিসুর রহমান এর সার্বিক তত্ত¡াবধানে খামারীদের সংগঠন কাপাসিয়া ডেইরী ফার্মাস এসোসিয়েশনের ৫ বছর মেয়াদী কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার (১২ আগস্ট) কমিটি গঠন অনুষ্ঠানে কাপাসিয়া উপজেলার সকল খামারীদের উপস্থিত রেখে আগামী পাঁচ (৫) বছর মেয়াদী কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। এদিকে উপজেলার সকল খামারীরা নব-গঠিত কমিটির সদস্যদেরকে স্বাগত জানায়।

নতুন কার্যকরী কমিটির সভাপতি হলেন-কাপাসিয়ার কড়িহাতা হ্যান্ডশেক এগ্রো লিমিটেডের চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান ভূঁইয়া রুবেল ও সাধারণ সম্পাদক হলেন-জুহি লাবিব ডেইরী খামারের স্বত্ত¡াধিকারী জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি আলী আকবর, সহ-সভাপতি নাজমুল আলম, সহ-সভাপতি ছিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ও এহতেশাম আল-আদিব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, কোষাধ্যক্ষ মোঃ সোহেল রানাসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যন্যরা দায়িত্ব গ্রহণ করে।

উল্লেখ্য, করোনা মহামারীর সময়েও এবারের কোরবানির ঈদে খামারীদের এই সংগঠনটি অনলাইনে কোরবানির পশু বেচা-কেনায় উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়।

আনন্দবাজার/শাহী/সবুজ

সংবাদটি শেয়ার করুন