ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ধর্মপাশায় বাল্যবিবাহ রোধে সভা

বাল্য বিবাহ রোধ, অল্প বয়সে গর্ভধারণ এবং স্কুল থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমিয়ে আনার উদ্দেশ্যে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন পরিষদ সিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের ( ডিএসকে) হ্যালো আই অ্যাম প্রকল্পের ধর্মপাশা শাখা এই সভার আয়োজন করে।

এতে স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সচিব, কিশোর কিশোরীসহ ১৬জন অংশ নেন। জয়শ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী এই সভায় সভাপতিত্ব করেন।

প্রকল্প সহযোগী শাহজাহান কবীরের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা জুয়েল রানা, জয়শ্রী ইউপি সচিব এমদাদুল হক, ইউপি সদস্য বাবুল মিয়া, নিলুফার ইয়াসমীন, নেটওয়ার্কিং সদস্য শিল্পী আক্তার প্রমুখ।

আনন্দবাজার/এইচ এস কে/ এম এইচ

সংবাদটি শেয়ার করুন