ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোর পিবিআইএর হাতে সেনাবাহিনী পরিচয়ের এক প্রতারক আটক

সম্প্রতি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর হাতে সেনাবাহিনী পরিচয়দানকারী প্রতারক মো. আলমগীর হোসেন ওরফে আশিকুর রহমান রাব্বি (২৭) এক প্রতারক আটক হয়েছে।

এই ব্যাপারে পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন বল্রন, দীর্ঘদিন ধরে প্রতারক রাব্বি সেনাবাহিনীর পোশাক পরে ছবি তুলে নিজের প্রকৃত পরিচয় গোপন করে প্রতারণা করে আসছিলেন। তথ্য প্রমাণের ভিত্তিতে এসআই রেজোয়ানের নেতৃত্বে তাদের একটি টিম ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ছয়খাদা গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে রাব্বিকে গত সোমবার আটক করে পিবিআই। তার কাছ থেকে একটি এইচপি ব্রাান্ডের কোরআই-৫ ল্যাপটপ এবং প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।

পিবিআই এসপি বলেন, প্রতারক রাব্বি সেনাবাহিনীর অফিসারের পোশাক র‌্যাংক ব্যাজ পরিহিত ছবি তুলে ফেইসবুকে ফেইক (পরিচয় গোপন করে) আইডি খুলে বিভিন্ন মেয়েদেরকে প্রতারণার ফাঁদে ফেলতো। আটক রাব্বিকে আদালতে সোপর্দ করে পিবিআই। আদালতে রাব্বি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জানান পিবিআইএর পুলিশ সুপার রেশমা শারমিন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন