ঢাকা | রবিবার
১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ৬৪, মোট ১২১৩

 করোনাভাইরাসে ঝিনাইদহে নতুন করে একদিনে আরও ৬৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ১২১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

আজ বুধবার(১২ আগস্ট) সকালে ব্যাপারটি নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

তিনি বলেন, বুধবার সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ১৬৬ টি নমুনার রিপোর্টে নতুন ৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৪৯ জন, শৈলকুপায় ২ জন, হরিণাকুন্ডুতে ৬ জন, কালীগঞ্জে ৪ জন এবং কোটচাঁদপুরে ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১২১৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৩২ জন। এ পর্যন্ত জেলায় করোনা ভাইরাসে ২০ জন মৃত্যুবরণ করেছে।

ঝিনাইদহের ৬ টি উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১২১৩ জন। এরমধ্যে ঝিনাইদহ সদরে ৫৮৬, শৈলকুপায় ১৩৭, হরিণাকুন্ডুতে ৫৮, কালীগঞ্জে ৩০৮, কোটচাঁদপুরে ৮০ ও মহেশপুরে ৪৪ জন আক্রান্ত হয়েছেন।

এম বুরহান উদ্দীন

সংবাদটি শেয়ার করুন