ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে ৮ জনকে জরিমানা স্বাস্থ্যবিধি না মানায়

সম্প্রতি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার নানা এলাকায় মহামারি করোনাভাইরাসের পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মানায় আট ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার নানা এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে প্রকাশ্যে মাস্কবিহীন ঘুরাঘুরি এবং প্রশাসনের আদেশ অমান্য করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আট ব্যক্তিকে মোট দুই হাজার ২৫০ টাকা জরিমানা করেন এবং তাদের সচেতন করে মাস্ক দেয়া হয়।

এই ব্যাপারে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা বলেন, সোমবার (১১-০৮-২০২০ ) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজনকে জরিমানা এবং তাদের মাস্ক দেয়া হয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন