ঢাকা | সোমবার
২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে হিন্দু নারীদের মনসা মঙ্গলব্রত পালন

শ্রাবণ মাসের এখন শেষ সময়। আবহমান বাংলাায় হিন্দু পরিবারে শ্রাবণ মাস জুড়ে মনসা মঙ্গল বাক্যপাঠের হয়ে আসছে। শহর ও গ্রামের নারীরা মনসা মঙ্গল ব্রত রেখে সাংসারিক কাজ সেরে বিকালে একত্রিত হয়ে মনসা মঙ্গল কাব্যটি সূর দিয়ে পাঠ করেন।

শ্রাবণ মাসে প্রথম দিন থেকে শুরু করে মাসের শেষ দিন পর্যন্ত এ ব্রত পালনের নিয়ম রয়েছে। শ্রাবণ মাসের শেষ দিন মনসা মঙ্গল কাব্যপাঠ শেষ করে একই দিন মনসা দেবির বার্ষিক পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।

কিন্তু বর্তমান সময় যৌথ পরিবার গুলি ভেঙ্গে যাওয়া এবং নারীদের জীবনযাত্রায় আধুনিকতার ছাপ ও কর্মক্ষেত্র বৃদ্ধি পাওয়ায় সময়ের অভাবে এখন অনেক নারীদের পক্ষেই এই ব্রত পালন সম্ভব হচ্ছে না। বর্তমানে কতিপয় বয়স্ক নারীরা মন্দিরে জমায়েত হয়ে এই ব্রত পালন করছে।

আনন্দবাজার/শাহী/বাঁধন

সংবাদটি শেয়ার করুন