ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে কূপের পানিতে পড়ে মৃগী রোগীর মৃত্যু

সম্প্রতি পঞ্চগড়ে মাটির কূপের পানিতে পড়ে তাহেরুল ইসলাম (২৫) নামে এক মৃগী রোগীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের মালিকডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত তাহেরুল ইসলাম ওই এলাকার মোস্তফা বাচ্চুর ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, তাহেরুল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিল। সকাল বেলা বাড়িতে কূপের মধ্যে হাত-মুখ ধোঁয়ার সময় তার মৃগী রোগের চাপ উঠলে পানিতে পড়ে যায় সে। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর কূপের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে বাসায় নিয়ে আসে। খবর পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে।

এই ব্যাপারে চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন জানান,তাহেরুল আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত। সকালে হাত-মুখ ধোয়ার জন্য কূপের ধারে গেলে সেখানেই তার মৃগী রোগের চাপ উঠলে কূপের পানিতে পড়ে সেখানেই তার মৃত্যু হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু আক্কাস আহমেদ, কূপের পানিতে পড়ে তাহেরুল নামে এক মৃগী রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সালেহ মো রায়হান

সংবাদটি শেয়ার করুন