মেহেন্দিগঞ্জে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ নৌ-পুলিশের এসআই মোঃ সাখাওয়াত হোসেন’র নেতৃত্বে সংগীয় ফোর্স মেঘনাসহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ কারেন্ট জাল জব্দ করেন।
শনিবার সকাল ১০.৩০ টা হইতে বিকাল ৬.৩০ টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলাধীন কালীগঞ্জ উলানিয়া লঞ্চ টার্মিনাল ও লালখাড়া বাদ লঞ্চ টার্মিনাল সংলগ্ন মেঘনা নদীতে পাতানো অবস্থায় ৫৫,০০০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাতানো জালে জড়িয়ে ধরা পড়া প্রায় ০৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিযুষ চন্দ্র দে’র নির্দেশে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় অবৈধ কারেন্ট জাল। জব্দকৃত মাছ উলানিয়া কওমি মাদ্রাসায় দান করা হয়। উল্লেখ্য, নৌ-পুলিশের সফল অভিযানের ফলশ্রুতিতে মেহেন্দিগঞ্জের মেঘনা নদীসহ বিভিন্ন নদীতে মৎস্য উৎপাদন ও আহরণ এবং অর্জিত আয়ের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
জনস্বার্থে অভিযান নিয়মিত চলবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা পীযুষ চন্দ্র দে।
আনন্দবাজার/ডব্লিউ এস