ফের মাশরাফি বিন মর্তুজার পরিবারে হানা দিয়েছে করোনাভাইরাস। এবার আক্রান্ত হয়েছেন মাশরাফির বাবা গোলাম মর্তুজা ও মা বলাকা মর্তুজা, মামি এবং ছোট ভাইয়ের স্ত্রী। গত কয়েকদিন আগে মাশরাফি, তার স্ত্রী সুমনা এবং ভাই মোরসালিন করোনায় আক্রান্ত হয়ে এখন সুস্থ হয়েছেন।
জানা গেছে, মাশরাফির বাবা-মা আক্রান্ত হলেও সুস্থ আছে তার মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল। গত বৃহস্পতিবার মাশরাফির বাবা-মার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ আসে।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, গত বৃহস্পতিবার মাশরাফির বাবা-মা করোনা পরীক্ষার রিপোর্ট হাতে পান। এছাড়াও করোনা পজিটিভ মাশরাফির পরিবারের আরও দুজন সদস্য। তারা হলেন মাশরাফির মামি কামরুন নাহার কুহু এবং ছোট ভাই মোরসালিনের স্ত্রী সুমাইয়া তুহা। আক্রান্ত চারজনই নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। তাদের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে।
এর আগে, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। আক্রান্ত হওয়ার ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। তারপর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও স্ত্রী সুমনা হক। পরবর্তীতে সুস্থ হয়েছেন দুইজনই।
আনন্দবাজার/টি এস পি