বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিল বেসরকারি সংস্থা ব্র্যাক। প্রতিটি পরিবারকে দুই হাজার টাকা করে দিয়ে এই সহায়তা প্রদান করা হবে।
জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহা্ট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জ জেলার বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি উপজেলার পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে।
ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ্ বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগেই অসহায় মানুষের পাশে দাঁড়ায় ব্র্যাক। ঘূর্ণিঝড় আইলা, মহাসেন, আম্পানের সময়েও ব্র্যাকের কর্মীরা দুর্গত এলাকাগুলোতে নিরলসভাবে সেবা দিয়েছেন। এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও আমরা আর্থিক সহায়তা দেব, যাতে দুর্গত মানুষেরা তাদের জরুরি প্রয়োজন মেটাতে পারেন।
তিনি আরও বলেন, এই বিপন্ন পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা সহানুভূতিশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি । আরো বেশি সংখ্যক পরিবারের কাছে সহায়তা পৌঁছানোর লক্ষ্যে তহবিল সংগ্রহের জন্য একটি উদ্যোগও গ্রহণ করেছে ব্র্যাক। যার বিস্তারিত পাওয়া যাবে ব্র্যাকের ওয়েবসাইটে।
এবারের বন্যায় এখন পর্যন্ত দেশের ৩১ জেলার ৪৭ লাখ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে জামালপুর জেলার সবচেয়ে বেশি এলাকা বন্যায় তলিয়ে গেছে। বন্যার পানিতে ডুবে সারাদেশে প্রাণহানি ঘটেছে ৪১ জনের। পানিতে তলিয়ে গেছে প্রায় দশ লাখ বাড়ি। প্রায় ৭৬ হাজার গবাদিপশু নিয়ে আশ্রয়কেন্দ্রগুলোতে ঠাঁই নিয়েছেন ৯০ হাজার মানুষ।
আনন্দবাজার/ডব্লিউ এস